চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে ?
জীবনে তোমায় য়দি পেলাম না,
শ্বেত পাথরের রাজ প্রাসাদে, থেকে আর কি হবে ?
জীবনে তোমায় যদি পেলাম না  ||


নহবৎ সানাই বাজুক, জড়োয়া অঙ্গে সাজাক,
আজ আমার ফুল ছাওয়া, চতুর্দোলা যাক্ বা না যাক্
আগুনের ফুলকি ঝরা আতস বাজির উৎসবে, কি হবে  ?
জীবনে তোমায় যদি পেলাম না


শুনি যেই শঙ্খধ্বনি চারিধারে
কাঁদে এই শূন্য হিয়া হাহাকারে
মধুরাত স্বপ্ন ভরুক, আতরের গন্ধ ভরুক
আজ আমার বরণ ডালার, হাজার বাতি উজ্জ্বল করুক
সোনার এই মুকুট পরে অভিষেকের গৌরবে কি হবে------
জীবনে তোমায় যদি পেলাম না |