বাঃ ছড়াটাতো বেশ, তারপরে কি ? এইটুকুতেই মন ভরে কি
উহু !  না ---না---মন ভরে না----


কি হলো, কি হলো কারো যে মুখে কথা সরেনা
চোখের পলক আর কেন পড়েনা---
হা হা হা --- হি হি হি কেউ হাসছো না যে
আন্টির কাছে কেউ আসছো না যে


হায় হায় হায় হায় ---চইটকে পড়লো ব্যাগ, চশমা ছাতা
হার গোড় ভাঙলো যে, ফাটলোরে মাথা
ডেকে আন ডাক্তার --- নয় তোরা শোন, এম্বুলেন্সকে কর তাড়াতাড়ি ফোন
বুঝি এই যাত্রায় নেই রক্ষে সর্ষে ফুল দ্যাখ চোখে
ওরে আন্টি তোর যায় যায় প্রাণটি | এবার আমার ছড়াটা কেমন ?


এ পটল তুলতে গিয়ে আন্টি ভুলে
এই কলার খোলটা তাই ফেলেছে ভুলে
এত সহজে সে হার মানেরে পড়লে উঠতে হবে সে জানেরে
পথটা যতই হোক হাজার পিছল ভাগ্যের সিঁড়ি বেয়ে চল উঠে চল
ওরে আন্টিরে ধর গলা ছেড়ে গানটি  |