কি করে বলতে পারো সেই দিন ফেরাবে?
মনে মনে আশা জাগে দুর্দিন ফুরাবে
                        সে কথা ভাবতে পারো কি করে?


ঈমানের দৃঢ়তা ও তেজ নেই ভিতরে
তবুও ভাবছো, খোদা ঢেকে দিবে রহমতের চাদরে
                        সে কথা ভাবতে পারো কি করে?


কি করে বলতে পারো সেই দিন ফেরাবে?
মনে মনে আশা জাগে দুর্দিন ফুরাবে
                        সে কথা ভাবতে পারো কি করে?


চারদিকে হাতছানি, রাহুগ্রাসে পঙ্কিল
বিভেদের মঞ্চটাও প্রসারণে ব্যস্ত, যে যার খুঁজে নেয় মঞ্জিল
তবুও ভাবনা মনে সুদিন ফেরাবে
                        সে কথা ভাবতে পারো কি করে?


রক্তের ধারা চোখে উথলিত বন্যায়
হাহাকার, ক্রন্দন, জুলুম ও অন্যায়
তবুও কেচ্ছায় মুখে ফেনা, তৃপ্তি ও রসনা
অন্তরে বক্রতা, জাগ্রত বাসনা
অথচ বলতে থাকো সেই দিন ফেরাবে, কি করে?


কি করে বলতে পারো সেই দিন ফেরাবে?
মনে মনে আশা জাগে দুর্দিন ফুরাবে
                        সে কথা ভাবতে পারো কি করে?


ফিরোজ, মগবাজার, ১৫/০৬/২০২১