(পথিক একটুখানি দাঁড়াও)


শোনাই একটি কাহিনী, গল্প হোলো গান
একটি ছেলের বুকের ভিতর অসীম অভিমান।


কবেই জানি সেই ছেলেটির সবাই চলে গেলো
সেই থেকে তার পথে সখ্য, পথই আপন হলো
ঢের আলাপন নীল বেদনার, ব্যথা অফুরান
সেই ছেলেটির বুকের মধ্যে অসীম অভিমান।


মেখে নেয়া পা হতে পায় পথের ধুলো যতো
অনুরাগে পথের প্রতি যায় এগিয়ে ততো।


বুকের উপর পাঞ্জাবীটার বোতামটি খোলা
লাল রঙের ব্যাগটিও বাম কাঁধে তার ঝোলা
পথের কানে যায় শোনা যায় ঝরা পাতার গান
একটি ছেলের বুকের ভিতর অসীম অভিমান।


হঠাৎ কদিন সেই ছেলেটির পথে নেই দেখা
উঠলো কেঁপে ধুলিকণা, পথটি কাঁদে একা
খেই হারানো সেই ছেলেটির অকাল অবসান
একটি ছেলের বুকের ভিতর অসীম অভিমান।


ফিরোজ, মগবাজার, ২৭/০৮/২০২১