ভুলে যেতে হবে তারে মনে নাহি মানে
কত কথা কেঁদে মরে শূন্য এই  প্রাণে।।


যত প্রেম দিয়ে ছিল তত জ্বালা দিল
বিরহের সুরে বেঁধে সুখ খুঁজে নিল।
বুক ভরে শুধু ব্যথা নিশিরাত জানে।।


হাসি ছিল সুখ ছিল এই মনে যত
তত খানি অন্তরেতে হয়ে গেল ক্ষত।
বুক তাই হাহাকার এত টেনে আনে।।


মন দিয়ে সেই মন ফিরে যদি দেয়
দুঃখ দিয়ে কেন তবে সুখ তুলে নেয়।
অভিযোগ দিব তারে পাই কোন খানে।।


রচনা কাল : ১১/১২/২০১৮ ইং