ভুবনের কোন খানে কোন সুখ নাই
কোথা গেলে বলো বিধি সুখ খুঁজে পাই।।


দুঃখ দিতে প্রাণ ভরে এই তো আশায়
স্বর্গ হতে পৃথিবীতে পাঠালে আমায়।
কিভাবে বলি তোমায় স্বর্গ পেতে চাই।।


আকাশে বাতাসে আজ শুধু হাহাকার
নিঃশ্বাসে শুধুই বিষ ওঠে বার বার।
এই প্রাণ নিয়ে আর কোথা ছুটে যাই।।


রচনা কাল : ১৩/০৭/২০১৮ ইং