উত্তর দক্ষিণে খুঁজি কোথা গেলে পাই
পশ্চিম পূর্বের সূর্য তার সাথে যাই।
মিলছে দূরের কথা প্রাণ সুর নয়
জীবন প্রদীপ মিথ্যে জ্বলে যেন রয়।।


সুখের পাহাড় চেয়ে হল বড় ভুল
দুঃখের অনলে পুড়ি নাহি তার কূল।
পৃথিবী আঁধারে ঢাকা বুকে জ্বালাময়।।


হাসির ভেতরে কান্না করে বসবাস
মায়ার বাঁধনে পড়ে ফেলি যেন শ্বাস।
বাঁচতে ভুবনে মন শুধু দুঃখ সয়।।


রচনা কাল : ০৪/১২/২০১৮ ইং