তুমি তো শুধুই বন্ধু  আর কিছু নয়
ঘর বেঁধে পর হলে তা কি প্রাণে সয়।।


মিছে কথা দিয়ে তুমি রাঙালে আমায়
পোড়ালে সুখের ছলে শুধু বেদনায়।
কাঁদালে মন কি আর হয় কি গো ক্ষয়।।


চাঁদের আলোয় দেখা সেই হাসি মুখ
যে হাসির মাঝে ছিল লুকিয়ে যে সুখ।
কখনো দেইনি ব্যথা যদি পাও ভয়।।


রচনা কাল : ২৪/০৫/২০১৮ ইং