শ্রাবণের ধারা বয় আজ দু'নয়নে
প্রিয়া কাঁদে প্রাণ কাঁদে নিশি রাত সনে।
প্রেমে এত জ্বালা রয় দেখে লাগে ভয়
তিলে তিলে বুক পুড়ে হয়ে যায় ক্ষয়।।


বেদনার সুর বাজে দু'টি হৃদ মাঝে
ভাবনাতে স্মৃতি গুলো নানা রঙে সাজে।
হাসি খুশি ভরা মুখ কালো বুঝি হয়।।


দু'টি মন দুই প্রান্তে মুঠোফোনে বসে
দিবানিশি মজে ছিল কত প্রেম রসে।
জানা নাহি ছিল হবে বিরহের জয়।।


রচনা কাল : ১০/১২/২০১৮ ইং