স্বর্গ হলে এ পৃথিবী কোন স্বার্থ নাই
পৃথিবীর মূল্য তবে হয়ে যাবে ছাই।।


দুঃখ সুখে এই ভব হয়েছে সৃজন
ভয় পেয়ে দুঃখ দেখে ভাঙো কেন মন।
বুঝে গেলে এ ভুবন হাসবে রে ভাই।।


মিষ্টি খেলে তারপর ঝাল মন চায়
শুধু মিষ্টি এই ভবে কে বল রে খায়।
স্বর্গ মাঝে যাবো না রে পৃথিবীটা চাই।


রচনা কাল : ১৮/০৮/২০১৮ ইং