সোনা দামে কিনি রূপা নাহি কিনি মাটি
মেঠো পথ ছেড়ে আজ পাকা পথে হাটি।।


মন গেছে দূর দেশে বাংলাদেশে নাই
হিন্দি গানে দেহ দোলে সুখ কত পাই।
বাংলা গানে তাই বুঝি পড়ে গেছে ভাটি।।


ভিনদেশি গান থেকে সুর করি চুরি
সেই সুরে নিজ গান গেয়ে রাজ্য ঘুরি।
নকলের মাঝে দেখি আজ সব খাঁটি।।


গাছপালা তরুলতা পড়ে যায় বাদ
অন্ধকারে খুঁজে যাই নীলাকাশে চাঁদ।
মন আজ মিথ্যা সুখে বেঁধে নেয় আঁটি।।


রচনা কাল : ২০/১১/২০১৮ ইং