সাজানো স্বপন গুলো যদি ভেঙে যায়
মনের দুয়ারে ব্যথা ফিরে ফিরে চায়।।


ভাবনা যতই আসে লাগে তত ভয়
কষ্টের যন্ত্রণা এত প্রাণে নাহি সয়।
নয়ন অশ্রুতে ভাসে যেন নিরালায়।।


বিরহ গানের মাঝে আছে কিছু সুখ
কাঁদলে আপন মনে রাঙা হয় মুখ।
নীরবে থাকলে প্রাণ আরো কষ্ট পায়।।


জীবনে সুখের কথা যত বলে যাই
ততই বেদনা গুলো বুকে নেয় ঠাই।
জ্বালায় পোড়ায় মন বেঁচে থাকা দায়।।


রচনা কাল : ১৩/০১/২০১৯ ইং