রয়েছো আপন ঘরে খুঁজি পথে ঘাটে
ফিরলে দেখতে পাবো বসে আছো খাটে।
বুঝিনি মনের কথা তাই ব্যথা পাই
বিরহ বাঁধিয়ে প্রাণে মিছে গান গাই।।


নিজের খেয়ালে চলি ভাবি আনমনে
প্রাণের কথার ঝুলি খুলে বসি বনে।
নিমেষে কেমন কষ্ট বুকে পেল ঠাই।।


সুখের দুয়ারে আছি নাহি বুঝি ভুলে
স্বপন আঁধারে গেলে চোখ যায় খুলে।
নীরব দুঃখের সাথে আর কথা নাই।।


রচনা কাল : ২৫/১২/২০১৮ ইং