অশ্রু ভেজা চোখে দেখি গেছো পরপারে
ফিরে আসা নাহি হবে আর এই ধারে।।


শূন্য করে চিরতরে করে গেলে পর
দিবানিশি ভালবেসে বেঁধে ছিলে ঘর।
কষ্ট করে এত কিছু পেয়ে গেলে ছেড়ে
বলে ছিলে অর্থ হতে অর্থ যায় বেড়ে।
মিথ্যে হল সব বলে কাঁদি ঝারে ঝারে।।


সুখ সুখ করে কত গেছো তুমি খেটে
মনে হলে সেই কথা বুক যায় ফেঁটে।
হাহাকারে যায় ভরে এই মন প্রাণ
কণ্ঠে ঝরে কত শত বিরহের গান।
মন ভরে তাই মুখ দেখি বারে বারে।।


রচনা কাল : ০৪/১১/২০১৮ ইং