মন জুড়ে তুমি ছিলে হাসি ছিল প্রাণে
দূরে গেছো তাই কান্না ঝরে প্রতি গানে।।


জীবনের সব আশা মাটি হয়ে গেল
প্রেম সুখ মনটায় নাহি কিছু পেল।
অন্ধকারে ভাবি বসে কেউ নাহি জানে।।


আকাশের কান্না যদি বৃষ্টি হয়ে ঝরে
সেই কান্না কারো বুকে নাহি বুঝি ধরে।


বিরহের তরী খানি বেয়ে তবু যাই
মিছামিছি যেতে যেতে সুখ যদি পাই-
তবে জীবনের বুঝি হবে কিছু মানে।।


রচনা কাল : ১০/১১/২০১৮ ইং