মানবতা গেল কোথা ফিরে আনো তারে
অনাহারী যাচ্ছে মরে কেঁদে ঝারে ঝারে।।


পথে পথে ঘুরে ফিরে খেতে তারা চায়
মুখ বুঝে কত জ্বালা সয়ে যেন যায়।
খাদ্য প্রাণে চেয়ে দেখে তারা বারে বারে।।


কুকুরের মত তাড়া খায় প্রতিদিন
লাথি খেয়ে পেট ভরে সবে জেনে নিন।
হাড় ভাঙা দেহ মনে যাবে কার ধারে।।


পথ শিশু চিরকাল পথে নাহি থাক
মানুষের মনে গিয়ে শান্তি খুঁজে পাক।
এতটুকু আশা কবে পূর্ণ হতে পারে।।


রচনা কাল : ০৫/১১/২০১৮ ইং