কূলহারা পথিকের গলে পড়ে ফাঁসি
তোরা সবে চোখ মেলে দেখ এথা আসি।
ভুল যদি থাকি করে সাজা পেতে চাই
মিথ্যে কথা শুনে প্রাণ পুড়ে হয় ছাই।।


নাহি খাই নাহি পাই তবু দুষি হই
এত জ্বালা কার কাছে গিয়ে খুলে কই।
সত্য মনে ভালবেসে দুঃখ শুধু পাই।।


সাধু সেজে দিল মালা বুক তার কালা
পাথরের ঘায়ে প্রাণ হয়ে গেল ফালা।
অবুঝের মত আজ গান গেয়ে যাই।।


রচনা কাল : ৩০/১১/২০১৮ ইং