কত আশা ছিল মনে বাঁধব যে ঘর
সেই তুমি ঘর ছেড়ে করলে যে পর।।


মানে না মন আমার তুমি ভুলে গেলে
পর হাত ধরে তুমি কোথায় লুকালে।
অন্ধকার হল প্রাণ হল মোর ঘর।।


জীবনের পথচলা শূন্য মনে হয়
ভাবনা আমার কানে কত কিছু কয়।
কষ্ট গুলো ঝাঁক বেঁধে আসে মোর ঘর।।


রচনা কাল : ১২/০৩/২০১৮ ইং