জোনাকি রাতের গায়ে  জ্বলে বাঁশবনে
হারানো প্রিয়ার কথা জেগে উঠে মনে।।


পুরনো সুখের দোরে আছে অপেক্ষায়
তার মুখ এই প্রাণে উঁকি মেরে চায়।
পোড়া মন আরো পোড়ে স্মৃতির দহনে।।


মেঘমালা উড়ে গেলে সূর্য দেখা যায়
পথহারা পথিক যে পথ ফিরে পায়।
স্মৃতি গুলো আজীবন রয়ে যায় সনে।।


রচনা কাল : ০৭/০৬/২০১৮ ইং