জীবনে আশার বাতি গেছে যেন নিভে
আড়ালে লুকাই গিয়ে দুঃখ আরো দিবে।
অন্তরে লাগছে ভয় বাঁচা হল দায়
সুখের ঠিকানা মন কোথা গেলে পায়।।


আঁকড়ে ধরছি যাকে সেই গেছে দূরে
একেলা করছে বলে বুক যায় পুড়ে।
আঁধারে ব্যথার স্রোতে ভেসে প্রাণ যায়।।


স্বপন দেখেছি কত সবি হল মিছে
কেমন মায়ার টানে আজো থাকে পিছে।
শুধুই বিরহ ঢেউ বুকে দোল খায়।।


রচনা কাল : ১৩/০১/২০১৯ ইং