গাছে গাছে ফুল ফোটে ভ্রমরেরা আসে
জানা চাই তারা কেন এত করে হাসে।।


চাঁদ উঠে নিশি রাতে সূর্য জ্বলে দিনে
বৃক্ষ মরে শুষ্ক হয়ে যেন বৃষ্টি বিনে।
সাগরেতে ঢেউ তালে মাছ জলে ভাসে।।


দুঃখ পরে সুখ এলে প্রাণে লাগে দোলা
পৃথিবীতে সব জোড়া থাক আজ তোলা।


মিষ্টি সুরে মিষ্টি কণ্ঠে শিল্পী গান গায়
মন পাখি উড়ু উড়ু কারে পেতে চায়।
মনতৃষা মেটে যদি সবে থাকে পাশে।।


রচনা কাল : ২৭/১২/২০১৮ ইং