দু'টি মহনায় আজ যেন দু'টি প্রাণ
কোন দিন এক সাথে গেয়ে ছিল গান।।


জীবনের খাতা ভরে লেখা শুধু স্মৃতি
বিরহের কত কথা কত প্রেম প্রীতি।
ক্ষণে ক্ষণে জেগে উঠে দুঃখ করে দান।।


একজন ভুলে গেছে অন্য জন পেয়ে
তার সাথে আজ সেই গান যায় গেয়ে।
পৃথিবীর এই রীতি পায় বুঝি মান।।


নদী ভাঙে নদী গড়ে এই তার খেলা
মন যদি যায় ভেঙে নিভে যায় বেলা।
ভ্রমরেরা যায় উড়ে মধু করে পান।।


রচনা কাল : ১৮/১১/২০১৮ ইং