দুনিয়াটা মস্ত বড় তবু থাকা দায়
স্বপ্ন ভাঙে স্বপ্ন গড়ে যেন নিরালায়।।


ভাবনাতে ছবি আঁকি যেন সারাক্ষণ
সেই ছবি খুঁজে যাই ঘুরে শত বন।
কোথা গেলে পাবো দেখা কোন খানে নাই
বাস্তবেতে যায় দেখা শুধু উড়া ছাই।
এই মন অপলকে তারে খুঁজে যায়।।


অন্ধকারে ব্যথা সুর বাজে বুক জুড়ে
মায়া ভরা দু'টি আঁখি আছে কত দূরে?
বুঝে গেছি এই পথে পাবো নাহি তারে
লাভ নাই চারদিকে দেখে বারে বারে।
আশা নাহি ছাড়ে মন তারে কাছে চায়।।


রচনা কাল : ০৬/১১/২০১৮ ইং