দয়া করে মায়া করে করে দিও ক্ষমা
গুনাহের খাতা খানি করো নাহি জমা।
আমি পাপি মহাপাপী করে গেছি ভুল
সাজা তাই হবে বুঝি যেন দুই কূল।।


বুঝে শুনে ভাল কাজ করে গেছি হেলা
জানা ছিল একদিন ডুবে যাবে বেলা
তবু মনে কেন জানি ফোটে নিতো ফুল।।


হাসি খুশি ভরা ছিল এই মন জুড়ে
ভয় নাহি ছিল কোন যাই যত দূরে।
পৃথিবীকে ভেবে ছিনু এটাইতো মূল।।


রচনা কাল : ০৬/০১/২০১৮ ইং