ছলছল দু'টি আঁখি তারে শুধু খোঁজে
পাশে থেকে যায় দূরে কিছু নাহি বোঝে।
সন্ধ্যা ক্ষণে পুষ্প বনে মেঠো পথ ধারে
অস্ত যায় মৃদু পায়ে বুক হাহাকারে।।


শূন্য প্রাণ ভেজা আঁখি নিয়ে বাঁচা মরা
ধন্য সেই সুখী সেই আমি শুধু ঝরা।
ভালবাসি বেশি বলে গেল অন্য পাড়ে।।


পাখি ডাকা ভোর বেলা দুঃখ যদি আসে
বেদনার স্মৃতি গুলো মিটিমিটি হাসে।
সন্ধ্যা ক্ষণে পুষ্প বনে আজো ডাকি তারে।।


রচনা কাল : ০৮/০৫/২০১৯ ইং