তুই বন্ধু বলেই খালাস ভালোবাসিস্ আমারে
ঘটক কোথায় করি তালাশ বুঝায় এসে বাবারে।
                                              বুঝায় এসে মা'রে।।-


আমি তো অবলা নারী, চার দেয়ালে বন্দী
তোর কথা মনে হলে মুখ মুছি আর কান্দি
মুঠোফোনে কেনো জ্বালাস্, মনের জ্বালা থামারে।।-


বাবা আমার বদমেজাজী, ভাইয়ের মাথা গরম
মা'র কাছে যে পারবো কথা, লাগে বড়ো শরম
তুই তো শুধু ভয়েই পালাস্, পাঠা' না তোর মামারে।।-


রচনাকাল: দৌলদিয়া ঘাট (ফরিদপুর), ১৭ জুন ২০১০