সন্ধ্যার কালে কদমতলায় শ্যামের বাঁশী বাজে
নদীর ঘাটে কলসী কাঁখে রাধা মরে লাজে।।-


কৃষ্ণ বলে আসো রাধা খেলি প্রেমের খেলা
আমাদের ঘিরিয়া বসবে রঙ্গরসের মেলা
রাধা নাচে, কৃষ্ণ গায় সাইজা নানান সাজে।।-


কিসের লজ্জা, কিসের শরম, কিসের ঘিন্না-ভয়
মথুরার সর্বখানে রাধা-কৃষ্ণ লীলাময়
রাধা হাসে, কৃষ্ণ হাসে সকল সখীর মাঝে।।-


রচনাকাল: ঢাকা, ০৯ সেপ্টেম্বর ২০০৮