শুধু কাজ পড়ে আছে, নেই অবসর
ভাববো যে তাকে নিয়ে একটা প্রহর।
                           নেই  অবসর।।-


কৃষ্ণচূড়ার বনে এলো কি ফাগুন,
নাকি তা বিবর্ণ মত্ত আগুন,
চেনা  হলো না।
জানা হলো না
আজও সে শত্রু ভাবে, নাকি দোসর।
                            নেই অবসর।।-


বলা তো হলো না,' সখী, একটু সাজো।'
কামনার উচ্ছাস দুচোখে আজও।
বলা হলো না;
কিছু হলো না।
সাজানো হলো নাতো সুখের বাসর।
                            নেই অবসর।।-


রচনাকাল: চট্টগ্রাম, ১৯৮১ খ্রি.