রঙ্গিন পাথরে আঁচল ভরালে, ঝিনুক কুড়াবে কখন
কাগজের ফুল ফুলদানীতে, গোলাপ উঠাবে কখন।।-


রঙ্গিন পাথর হোক না রঙ্গিন, মন বলে তার কিছু নেই তো
ঝিনুক, বঁধু, সলাজ হবে, হয়তোবা দিয়ে দেবে মুক্তো
ডাগর দুচোখ কাজলে জড়ালে, সোহাগে ভরাবে কখন।।-


কাগজের ফুল হোক না রূপসী, নেই তো তার কোনো গৌরব
গোলাপ কলি ষোড়শী, সজনী, মিষ্টি হেসে দেবে সৌরভ
জলছবি দেখে আবেশে জড়ালে, বাসর সাজাবে কখন।।-


রচনাকাল:  ২৩ জুলাই ১৯৯৩