কোত্থেকে যে আসে সব, বানের পানির লাহান সব;
আমার সোনা বন্ধুর পাশে করে শুধু কলরব।।-

আমার বন্ধু আমার সোনা
কেন করো আনাগোনা
সেই বন্ধুর পাশে-
সকাল বিকাল দিনরাত্রি
অচেনা পথের যাত্রী
কি পাওয়ার আশে-
মনে আমার ভয় ঢুকে যায়, কখন জানি হারাই সব।।-


দোহাই আমার চোখ দিওনা
ভরা গাঙ্গে ঢেউ দিও না
ভেসে যাবে কলসীখানা-
কলসী বুঝি যায় ভেসে যায়
আমি মরি জল পিপাসায়
বুক হয়ে যায় ফানাফানা-
সোনা বন্ধু কাছে বসো, আমায় করো অনুভব।।-


রচনাকাল: ঢাকা, ২৮ জুন ২০১৯