জলকেলি করে নানু মা জননীর সাথে গো,
                          মা জননীর সাথে।
রহমতের বৃষ্টি আইসা জলতরঙ্গে মাতে গো,              
                         জলতরঙ্গে মাতে।।-


নানু আমার চান্দের মতো খলবলাইয়া হাসে রে
                       খলবলাইয়া হাসে রে
আকাশ ভরা সুরুজ তারা তারে ভালো বাসে রে
                      তারে ভালোবাসে রে
চান্দের আলো ফকফকাইয়া ঝরে চাদনী রাতে গো,
                      ঝরে চাদনী রাতে।।-


মা জননী এমনি কইরা ভালো বাইসো নানুরে
                     ভালো বাইসো নানুরে
তামাম দুনিয়ার শোভা বাড়ায় যেনো জানু রে
                     বাড়ায় যেনো জানু রে
আমার নানুরে আল্লাহ রাইখো দুধেভাতে গো,
                      রাইখো দুধেভাতে।।-


রচনাকাল: ঢাকা, ২৮ মার্চ ২০২১


কপিরাইট : শফিকুল ইসলাম বাদল, কল্যাণপুর, ঢাকা-১২০৭।