যদি আর কেউ একটা গোলাপকলি তোমার খোঁপায় গুঁজে দিতে চায়
                  তুমি নেবে তো
নীলপদ্ম থেকে খানিকটা নীল এনে তোমার কপোলে টিপ দিতে চায়
                   দিতে দেবে তো।।-


মেঘ থেকে যদি কাজল আনে চোখে আঁকবে কি
সন্ধ্যাকাশের আবীর আনে তবে মাখবে কি
সাগর থেকে প্রবাল এনে তোমায় অঙ্গুরীয় গড়ে দিতে চায়
                 তবে নেবে তো।।-


জোছনা হয়ে যদি জড়াতে চায় বুকে জড়াবে কি
স্বপ্নবাসর সাজাতে চায় তবে ঘুমাবে কি
আকাশ থেকে রংধনু হার এনে তোমার কন্ঠে পড়াতে চায়
                 তুমি নেবে তো।।-


রচনাকাল: ০৩ জুলাই ১৯৭৯