জীবনের চেয়ে যারে আপনার জেনেছি সে যে আজ জীবনের ওপারে
অকালেই চলে গেল দৃষ্টির আড়ালে পিছে ফেলে চেনাজানা সবারে।।-


আমার জীবন আর মরণের মাঝে আজ বেড়াজাল
নিদ্রায় জাগরণে তারই স্মৃতি বয়ে চলে মহাকাল
খুঁজে ফিরি অঙ্গনে রঙ্গনে গোলাপে রক্তজবায় পাতাবাহারে।।-


হয়তোবা মিশে আছে আলো আর আঁধারের সীমানায়
জেগে আছে আকাশের মিটিমিটি তারাদের মাঝে হায়
নিঃশ্বাসে বিশ্বাসে লোকালয়ে প্রান্তরে মিছেই কি খুঁজে ফেরা তাহারে।।-


রচনাকাল: কক্সবাজার, ১৪ মার্চ ১৯৯৫