চলে যাবো দূরে, তোমার চলার পথে কাঁটা হবো না
জনতার মাঝে হারিয়ে যাবো, রবো না এখানে রবো না।।-


তোমার স্মৃতি ভুলে যাবো, কথা দিলাম
ইতিহাস মুছে দিও, বলে গেলাম
তোমার কাছে এই শেষ অনুরোধ, আর কিছু চাবো না।।-


এ গানেই হবে এক শিল্পী মনের সমাধি
কবিতায় স্মৃতি ঢেলে হবো না অপরাধী
তোমার ছবিই যদি আঁকা হয়ে যায়, রঙ-তুলি তাই ছুঁবো না।।-


রচনাকাল: ১৫ ফেব্রুয়ারি ১৯৭৮