আলীমুশ্বান সাইমুন

জন্মস্থান বরগুনা , বাংলাদেশ
বর্তমান নিবাস ঢাকা, বাংলাদেশ
পেশা সাহিত্য চর্চা ও ব্যাবসা
শিক্ষাগত যোগ্যতা বি এস এস

বাংঙ্গালি কবি সাইমুন খান ১৯৯৭ সালের ২রা জানুয়ারি বরগুনা জেলার বিষখালি নদীর তীরে ভোড়া বেতমোর গ্রামে এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জম্ন গ্রহন করেন তার প্রকৃত নাম আলিমুশ্বান সাইমুন। কবির সাহিত্য জগতে সব শাখায় পদচারন রয়েছে । তিনি একাধারে " কবি, ঔপন্যাসিক, গল্পকার, প্রবন্ধকার, অভিনেতা, সমাজসংস্কার, ইসলামীক মোটিভেশনাল স্পিকার, ইসলামী সংগীত শিল্পী, যুক্তিবাদী এবং ব্যবসায়ী ইত্যাদি। মাত্র ২০ বছর বয়সে তার প্রথম কবিতা " আহ্বান " কাব্য ও কবিতা পত্রিকায় প্রকাশিত হয়। বাঙ্গালি কবি সাইমুন খান এক জন নাট্যকার। বাংঙ্গালি কবি সাইমুন খান অভিনীত ★টেলিফিল্ম " প্রেম অন্ধ " (২০১৬) ★সিনেমা " জান্নাত " ( ২০১৮ ) বাঙ্গালি কবি সাইমুন এর প্রকাশিত উল্লেখযোগ্য কবিতা হলো ★ আহ্বান (২০১৭) আবার হবে দেখা, স্বাধীনতা মানে কী, স্বার্থপর, নির্বোধ জাতি, প্রতিশ্রুতি, রিক্সাওয়ালা, মা (২০১৭ ), অভিশপ্ত, শিক্ষাঙ্গন ইত্যাদি ★তার রচিত উপন্যাস হল " ছলনাময়ী নারী,, ★তার রচিত নাটক " রাতের প্রহরী ।

আলীমুশ্বান সাইমুন ৩ বছর ৩ মাস হলো গানের পাতায় আছেন।


শেয়ার করুন: