জীবন নদে ঢেউ উঠেছে
তুফানে ডুবে যাই ।
সাতার জানা, প্রেমের মানুষ
নিখাদ গুরু চাই ।
একটা নিখাঁদ গুরু চাই ।
আমি একটা নিখাঁদ গুরু চাই ।।


মোহনার মাঝে পথ হারাইয়া
হাবু ডুবু খাই
মাঝি হইয়া গুরু এসে
নাওয়ে দাও ঠাই ।
সত্য পথে চলতে ফিরতে
নিখাঁদ গুরু চাই ।
একটা নিখাঁদ গুরু চাই ।
আমি একটা নিখাঁদ গুরু চাই ।।


একা একা সাধন মর্ম
বোঝার শক্তি নাই
বৈঠার টানে নাও ধাবরাইয়া
উল্টে পরে যাই ।
নাও বাওয়ার নিয়ম জানতে  
নিখাঁদ গুরু চাই ।
একটা নিখাঁদ গুরু চাই ।
আমি একটা নিখাঁদ গুরু চাই ।।