আজ হতে- শত বর্ষ আগে,
খোকার আগমনে,
বেজেছিল নতুন সুর, নতুন এক রাগে-
সে খোকার নাম- শেখ মুজিব
সে সুরের নাম- বাংলাদেশ ।।
শেখ মুজিব: বাংলাদেশ ।
বাংলাদেশ: শেখ মুজিব ।।


দেশের জন্য ভালোবাসা
ছিলো খোকার প্রাণ,
কণ্ঠে ছিলো
মানুষের অধিকারের গান।
এনে দিল সে  স্বাধীনতা,
এনে দিল একটি দেশ।
সে খোকার নাম- শেখ মুজিব,
সে দেশের নাম- বাংলাদেশ ।
শেখ মুজিব: বাংলাদেশ ।
বাংলাদেশ: শেখ মুজিব ।।


আজকের দিন- শুভ দিন,
এসো নবীন, এসো প্রবীণ,
করব খোকার স্বপ্ন পুরণ,
গড়ব তার স্বপ্নের দেশ ।
সে খোকার নাম- শেখ মুজিব,
সে স্বপ্নের নাম- বাংলাদেশ ।
শেখ মুজিব: বাংলাদেশ ।
বাংলাদেশ: শেখ মুজিব ।।