বাজনা বাজাও আরো জোরে
গাও শিকল ভাঙ্গার গান
একই সুরে একই তালে
ধরো মানবতার গান ।।


এখনো মানুষ ঘুমায় ফুটপাতে
কুকুর নিয়ে সাথে,
এখনো খাবার কুড়ায় শিশু
ডাস্টবিনের ময়লা তাতে !
ভাবো সবাই এসব নিয়ে
গাও মুক্তির গান ।।


বৃদ্ধ মানুষ ভিক্ষা করে
আরাম তাদের নাই,
কাজের জন্য যুবক কাঁদে
কর্ম খালি নাই !
সময় এখন এসবো ভাবার
করো কর্মের সংস্থান ।।


নারী পুরুষের বৈষম্য নিয়ে
ভাববে তোমরা কবে
ধনী গরীবের ব্যবধান কবে
কমবে বলো তবে ।
শুধু মানুষ হিসেবে মানুষ
কবে পবে তার সম্মান ।।