মা দিবসে সবাই করি-
এসো একটি অঙ্গীকার,
বৃদ্ধাশ্রম যেন না হয়-
ঠিকানা কোন মা'র ।।


বৃদ্ধ মাকে যে রাখে-নিজের থেকে দূরে,
প্রতিদানে তার দু:খ নামে-সুখ যায় উড়ে ।
এমন সন্তান মানুষ নয়রে-
সে এক ঘৃণিত কুলাঙ্গার ।।


কারও কথায়- মাকে ভুলে, যে থাকে বেখবর,
মা যদিও অভিশাপ না দেয়- তবু শান্তিহীন তার ঘর ।
ওরে অধম ভাবোরে বসে -
বৃদ্ধ হলে কি হবে তোমার  ।।


মা অখুশি হলে স্রষ্টাও অখুশি- সব ধর্মেই বলে,
কিসের লোভে মাকে ভোলো- ভোলো কোন ছলে?
সময় থাকতে মাকে দাও-
তার প্রাপ্য সম্মান উপহার ।।