তোমার কপালের ঐ বৈশাখি লালটিপ,
আমার প্রেমের- প্রথম সূর্যোদয়।
এসো মিলি প্রাণে প্রাণে আজ,
দুটি হৃদয় হোক- চারুকারুময়।


প্রভাতরাঙা ঐ টিপ হোক স্বাক্ষী নিরবে,
শুরু থেকে শেষ- প্রেমে সবসময়।
ঐ বৃত্তেই রাখুক জমা মুহুর্তগুলো ঋণে,
যুগল মনের সুখসব- হয়ে স্মৃতিময়!


টিপ ঘিরেই সাঁজুক সোনালী স্বপ্ন আজ,
বাঁকে বাঁকে থাকুক- জাগ্রত হৃদয়!
মনে বাজুক কেবল সে সুরেই কোলাজ,
দুটি জীবন হোক- নিত্য ছন্দময়।