সাধের যৌবন, সোনার দেহ-
কি আছে তোর দাম!
দম ফুরাইলে ভুইলা যাইব
মানুষ তোরই নাম ।।


গাছে থাকা রঙিন ফুল
কতো কদর পায়,
ঝরা ফুল পরে থাকে
খবর নাইকো হায় !
গান শুনানো প্রেমের ভোমর-
সেও দেয় বিরাম ।।


সুখ বসন্তে কত পাখি
গায় সুরেরই গান !
শীত আইলে হইয়া যায়
সব নিমিষে অবসান ।
রঙ্গের মেলা ভঙ্গ হইলে-
কারবারি কয় থাম ।।


জীবন,যৌবন ক্ষণ কালের
গোধুলি রাঙ খেলা,
ডুইবা গেলে সূর্য খানা
সারা হইব বেলা ।
বলিরে মন কথারে শোন-
কর সুপথে সৎ কাম ।।