মন কারিগর, আনন্দ কর
        দুঃখ করিস না!
কোনো সাধনায়, এ জনম হায়-
       ফিরে পাবি না!
কেউ দুঃখ করিস না...


নদীর বুকে, ঢেউয়ের খেলা,
        কখনো থামে না!
সে ভয়ে কি, মাঝি মাল্লা-
        নৌকা চালায় না?
কেউ দুঃখ করিস না...


দিনের শেষ, নিথর বেশ-
      সময় রবে না!
যেটুকু শ্বাস, সুখেই ভাস্,
      কষ্টে ডুবিস না!
কেউ দুঃখ করিস না...