মন বলেরে, বলেরে
চল যাই, চল যাই মাদিনা,
দুরুদ সালাম দিয়ে আসি,
নবীজীকে ভালোবাসি-
এতো ভালো আরতো কিছু বাসিনা ।।


মাদীনার ধুলো মাটি
নবী পেয়ে হলো খাঁটি
আঁধার সেথা কেটে গেলো
জ্বলে উঠে হেরার আলো
ঐ আলোর পথে চলি-
অার কোন পথ ভালো বাসিনা ।।


কিয়ামতের কঠিন দিনে
রাসুলের সুপারিশ বিনে
কেউতো পার পাবে না ।
সেদিন যেন নবী আমায়,
উম্মত বলে নেয় মেনে হায়-
এছাড়া আরতো কিছু চাই-ইনা ।।