আমার আমি, একলা আমি,
একলা বসবাস ।
দুখের বৃত্তের কেন্দ্র আমি ,
বন্দী বারো মাস ।।


স্বপ্ন আমার ঠুনঠান ভাঙ্গে,
দুস্বপ্নে ঘেরা পাশ ।
একলা হৃদয়, করুণ সময়,
শুন্যতার আবাস ।।


মনের কথা শুধাব বলে
জাগে মনে আশ,
হঠাৎ হঠাৎ টেক্কা মারে
বিরহের নিঠুর তাস ।।


বীণার সুরে ভ্রুকুটির হাসি
বিচ্ছেদ হা হুতাশ ।
একলা জীবন, একলা বাউল
দুখের করি চাষ ।।


( বাংলাদেশ বেতারে জমা দেয়া আছে )