গানের আকাশে এই বাংলায়-
কতো তারা নেভে আর জ্বলে,
তার মাঝে একটি তারা
কেঁদে কেঁদে আজ বলে -
গুরু আমার ব্যান্ড গুরু
ফাঁকি দিয়ে গেলো চলে ।।


সেই দুঃখে পোড়ে মন-
রূপালী গিটার হাতে নিলে,
সাত সুরই বিরহ প্রবণ-
তোলপাড় হয় দিলে ।
গিটারে সবগুলো তার
কেঁদে কেঁদে আজ বলে-
গুরু আমার গিটার গুরু
ফাঁকি দিয়ে গেলো চলে ।।


রাগ রাগিনী সবই করুণ
এলোমেলো তাল লয়,
গান পাগল সকল প্রাণে
তোমার কথা মনে হয় ।
তোমার ভক্ত গানের পাখিরা-
কেঁদে কেঁদে আজ বলে,
ভালো থেকো, সুখে থেকো,
স্বর্গে শান্তির বৃক্ষ তলে ।।