ভোরের শিশির জানালো আমায়—
তাঁর মতো আমিও তো শুকিয়ে যাব!
দিনের সুরুজ জানালো আমায়—
দিনশেষে আমিও যে লুকিয়ে যাব!
::
রজনির মতো কোনো নীরবতা আসবে;
মেঘ হয়ে প্রাণপাখি আসমানে ভাসবে।
সকলের সাথে যতো ভালোবাসা
চিরতরে সেইদিন চুকিয়ে যাব।
::
পৃথিবীতে রইব না আর; চলে যাব বারযাখে।
সৃজিলেন যে প্রভু আমায়, সাড়া দেব তাঁর ডাকে।
::
হিসাবের দিনে আমি ক্যামনে যে দাঁড়াব?
কোন্ মুখে সেইদিন স্বর্গে পা বাড়াব?
যতোদিন আমি না পেয়েছি ক্ষমা,
মহানের কাছে শির ঠুকিয়ে যাব।