তোমার চরণ তলে রেখো মুর্শিদ করি মিনতি
তুমি ছাড়া নাইতো কেহ শুনে আকুতি।।


ভাবের দেশের বসন পড়ে ধরি না তো ভাব
আমার কাছে মুর্শিদ শুধু তোমারই অভাব ২
তোমার দয়ার গুনে এই পাপির মনে আনো বসন্ত
তুমি বিনে কে তরাবে ওগো জগত পতি।।


হীরা মানিক চাইনা আমি তুমি গুপ্তধন
তোমায় পেলে পরিপূর্ণ আমার আবেদন ২
কি হবে এই ধন দৌলত ভবের মায়ামোহ
তার চাইতে অধিক প্রিয় তোমার করুণার বাতি।।


সাগর পাড়ে বইসা কাঁন্দি নাইরে পাড়ের করি
বাড়াইয়া দাও মুর্শিদ তুমি রহমতের দড়ি ২
তুমি নিদানের দিন দিও দেখা তোমার রহমতে
কবি সহিম বলে ভব পাড়ের কবে হবে ইতি।।


তারিখঃ  ২০/০৩/২০২৩ ইং