হাজার নেতার দেশে আমি
হইলাম বলদ প্রজা
লাল নীল আর সাদা
আরো আছে দাদা
আজ দেখতে মানা কইতে মানা
শুনতেও যে মানা
বন্ধ সব দরজা
হইলাম বলদ প্রজা।


রাস্তা ঘাটে মোড়ে মোড়ে
নেতায় নেতায় তোড়ে জোড়ে
ছাতি নেতা পাত্তি নেতা
নেতার নেতা কত্ত নেতা
নেতাই নেতার ক্রেতা
কোথায় গেলো আম জনতা?
কোথায় গেলো আম জনতা?
নেতাই আজ হইল রাজা
ভাবখানা তার
দেশটা বাবার
নিয়েছে সব ইজারা


ডাইনে বায়ে সামনে পিছে
চাই যেদিকে উপর নিচে
তোমাদেরই সিন্ডিকেটে
জীবন যায় যায় ফেটে
কেন লাথি আমার পেটে
ও নেতা
পারি না আর পারি যে
টাইনে জীবনের বোঝা


নিত্য পণ্য নিত্যানন্দে
ছুটে পাগলা ঘোড়ায়
অধম আমি লাগাম না পাই
নেতা বসে নীতি চিবাই
ও নেতা
তুমি রাজা রাজনীতিতে
তোমাদের দুর্নীতিতে
আমি পুড়ি সব তিথিতে
হইয়া সাড়ে ত্রিশ ভাজা।