বাংলা  আমার  জন্মভূমি বাংলা  আমার মা
এই  মাটিতে  জন্ম আমার নেই  কে  তুলনা।
আশ্বিন  মাসের  ঝড়ো হাওয়ায়
সবুজ  ধানে বাতাস খেলায়
বাংলা আমার মা...


জানালা  পাশে  একলা  বসে
ভাবছি  আমি   সঘন  মেঘে বরষা  আসে
     বরষে   ঝরঝর ...
শরৎ  এলো  আকাশ  সাদা  মেঘের বসন  কত
খেলছে  দেখো  কাশ  ফুল  ঢেউ
স্বচ্ছ  হাসি  শরৎ  আসে  পূর্ণিমা মালিকা।
বাংলা  আমার মা ...


আশ্বিন মাসে  সোনা  ভরায় লক্ষী মা
নীরবে  চুপি  চুপি  কাছে  আসে
কৃষক  শোনে  হৃদয়ের  কথা
বাংলা  আমার মা ...