অন্তর থেকে ভালোবাসি বলে
সুরে সুরে ডাকি আমি তোরে।।
ভাবি যখন তোরই কথা
পরান আমার কাঁদেরে,
ভালোবাসি বলে...


তুই যে আমার আঁধার ঘরের আলো
এক নজর না দেখলে তোরে
লাগে না তো ভালো।।
পরান বন্ধু বাসি তোরে ভালো।
ছোট ছোট আশা গুলো
ছড়াক জোনাক আলো।


এক জনমে মিটবে না সাধ
তোরে ভালোবেসে,
আবার যেনো ফিরি ভবে
তোরই কাছে হেসে।
জীবন আমার ধন্য হবে
বন্ধু তোরে পেলে।
এই মনেরই আকাশপানে
উড়িস ডানা মেলে।


মিথ্যে করে যদি বলিস
আমায় ভালোবাসিস,
মন থেকে করি আমি
তোরই জন্য আশিস।।
আমার কথা  ভুলিস না রে
রাখিস পরান তলে
ভালোবাসি তোরে বন্ধু
যাই আমি গানে গানে বলে।